Posts

Showing posts from November, 2017

ওয়ারলেস সিষ্টেমে, কেবল সংযোগ ছাড়া মোবাইল ফোন চার্য করুন।

Image
আল্লাহ সর্ব শক্তিমান আসসালামু আলাইকুম আমার প্রান প্রিয় টেকটিউনসের বন্ধুরা সবাই কে জানাই আন্তরিক ভালবাসা এবার নিজের হাতে তৈরী করুন ওয়ারলেস মোবাইল চার্যার কেবেল ছাড়া মোবাইল চার্য করার মজাটাই আলাদা যে কোন মোবাইল চার্য করুন কেবেল ছাড়া। আসুন এবার দেখি ওয়ারলেস সিষ্টেমটি তৈরী করতে আমাদের যা লাগবে, দেখে নেই = প্রথমে একটি মোবাইল চার্যার একট MAGNET,(চুম্বক) একটি USB CABLE, (চার্যার কেবেল) COPPER WIRE, (কপার যুক্ত তামার তার) ALUMINIUM FOIL আসুন দেখি কি ভাবে ওয়ারলেস সিষ্টেমটি তৈরী করব। প্রথমেই একটি মোবাইল চার্যার নিচে দেয়া ছবি গুলি ভাল করে লক্ষ্য করুন খুব সহজেই আপনি নিজেই তৈরী করতে পারবেন। প্রথমে usb চার্যার কেবলটি 3.5 ইঞ্চি লম্বা  করে কাটুন। usb অপর মাথাটি 3.5 ইঞ্চি লম্বা করে কাটুন। usb কেবলটি কাটার পর এরকম চারটি তার দেখা যাবে শুধু লাল এবং কাল তারটি রেখে বাকি তার গুলি কেটে ফেলে দিব প্লাসটিক কপার থেকে তারের মাথা গুলি এভাবে বের করে নিব ALUMINIUM FOIL  পেপার দিয়ে এভাবে তারের মাথা গুলি ভাল করে পেচিয়ে দিব কপার যুক্ত তামার 34 N প্রতিটি  30T দিব

Mercedes Benz Jetbus 2017

Image
                                                                               Mercedes Benz Jetbus 2017                                                 For ETS 2         this games is made with 1.extream grafix 2.real bus mod .power stearing,Oil breack and 14 gear                                            http://dl2.sharemods.eu/cgi-bin/dl.cgi/ufdztszn6rabagtlen72y6vbc2lmme34kt6m57nnoe/Mercedes_Benz_Jetbus_2017.rar for new subscribe me in youtube              https://www.youtube.com/channel/UC_60GMQmzXu5RZs3y0t61OA

HINO BUS MOD 6.1 download made by TD

Image
                                    HINO BUS MOD 6.1                                                                        For ETS 2 this mod made By Tanzil Daku with 1.extream grafix 2.roil colors 3.high spreed 4.air Horn with 85 HZ ,air brack mecernical stearing etc                                                                         Download http://1a.sharemods.com/cgi-bin/dl.cgi/xyijts3gvmkq4gdvhvtpckfrds2esrxqwhtvzz3fyy/Hino_Ak_1J_Bus_Mod_with_4_Bd_Skin_By_Mahadi.zip

eurotrucksimulator2 download safly

Image
NOTICE The Steam version of the game is updated automatically through the Steam client. Manually downloading files is only required for legacy non-Steam game installation. DOWLOAD BASE GAME                                     DOWLOAD the game to safe download 1. click the ads 2.then come back 3.then click the link and safely download and play http://download.eurotrucksimulator2.com/EuroTruckSimulator2_1_28_1_3_setup.exe  

Trun a UPS into IPS

Image
এখন তো আনেক গরমের দিন তাই লোডশেডিং হয়া আর বিদ্যুৎ যাওয়া একটা সাধারণ বেপার। তাই কে না চাইবে এই গরমের দিনে একটা চারজার ফেন বা এক টা আইপিএস কিনতে। তাই আমরা দক্ষ দের জন্য একটি ভাল টিপস এনে সি ।আপনি জানেন যে বাজারে থেকে একটি আইপিএস কিনতে গেলে কমপক্ষে ১০ হাজার টাকা লাগবে আবার সেটা দিয়ে বেশি কিছু চলবে না। তাই আমি আপনা দের দেখাব কি ভাবে কম দামে একটা আইপিএস বানাবেন । আইপিএস বানাতে আপনার কিছু সামগ্রি লাগবে যেমনঃ ইউপিএস,বেটারি,সোলার পেনেল,আর একটি আটোভেন এর চারজার,আর একটি ট্রানেসফরমা আর ৩ টা কুলিং ফেন। প্রথমে আপনার প্রোয়জোন একটি ইউপিএস। ইউপিএস টি অবশ্যয় ১২ ভি হতে হবে কারন ১২ ভি এর পাওয়ার বেশি আর ৬ ভি নিলে কম তাই ১২ ভি ইউপিএস নিলে আপনি বেশি কিস ছালা তে পারবেন ।তো আপনি কোনো ইলেকটনিক দোকান থেকে একটি বেটারি ছাড়া ইউপিএস বা পুরাতুন ইউপিএস কিনবেন কিন্তু সাবধান ইউপিএস টি দেখে কিনবেন জাতে কোনো সমস্যা  না থাকে । ২য় আপনার একটি ব্যাটারি লাগবে সিএনজি বা কার এর আপনাকে ব্যাটারি টার এম্পিয়ার বেশি নিতে পারেন এম্পিয়ার বেশি নিলে ব্যাকআপ বেশি

সেলফিকে গুরুত্ব দিয়ে অপো এফ ৫

Image
স্মার্টফোনের পেছনের ক্যামেরাকে বেশি গুরুত্ব দিতে দেখা যায় ফোন নির্মাতাদের। কিন্তু এখানকার সেলফি যুগে চীনের মোবাইল ফোন নির্মাতা অপো সামনের ক্যামেরা বেশি গুরুত্ব দিয়ে এনেছে নতুন স্মার্টফোন। সম্প্রতি দেশের বাজারে সেলফিকে গুরুত্ব দিয়ে ‘এফ ৫’ নামে স্মার্টফোন উন্মুক্ত করেছে চীনা প্রতিষ্ঠানটি। ফোনটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তিসুবিধার সেলফি এক্সপার্ট ফোন বলছে প্রতিষ্ঠানটি। অপোর দাবি, দেশের বাজারে গত কয়েক দিনে বেশ আগ্রহ সৃষ্টি করেছে স্মার্টফোনটি। অপো এফ ৫ স্মার্টফোনটিতে রয়েছে পুরো এইচডি ও পুরো স্ক্রিন প্রদর্শন সুবিধা। ৪ জিবি র‍্যামসহ নতুন এ ফোনের দাম ২৪ হাজার ৯৯০ টাকা। ৬ জিবি র‍্যামের ফোনের দাম ৩২ হাজার ৯৯০ টাকা। নতুন এ ফোনে রয়েছে ৬ ইঞ্চি স্ক্রিন সুবিধা। এতে রয়েছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৩২০০ এমএএইচ ব্যাটারিসহ ফোনটির ওজন ১৫২ গ্রাম। বিশেষ ফ্ল্যাগশিপ ফোন হিসেবে এর নকশাকে বেশ গুরুত্ব দিয়েছে অপো। ৬ ইঞ্চি মাপের স্মার্টফোনটির অ্যালুমিনিয়াম কাঠামোর কারণে এটি দেখতে ভালো। প্রায় বেজেলহীন নকশার স্মার্টফোনটির পেছনে লোগোর ও