Posts

Showing posts from March, 2018

সহপাঠীকে বিশ্ববিদ্যালয় ছাত্রের ছুরিকাঘাত

Image
কিশোরগঞ্জে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে (২১) ছুরিকাঘাত করে পালিয়েছে একই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র মো. ইমরান। গতকাল শনিবার দুপুরে শহরের খরমপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ওই ছাত্রী তখন নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রিকশা দিয়ে বাসায় যাচ্ছিলেন। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে কিশোরগঞ্জ জেনারেল হাসাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে। হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়েছে, ওই ছাত্রীর মুখের বাঁ পাশে ও ঘাড়ে ধারালো কিছুর আঘাত রয়েছে। ঘাড়ে ২০টির মতো সেলাই দেওয়া হয়েছে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাইনুল হাসান জানান, আহত মেয়েটির অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। বিবিএর ছাত্র মো. ইমরান শহরের নগুয়া এলাকার বাসিন্দা রতন মিয়ার ছেলে। পুলিশ বলছে, ইমরান পালিয়ে গেলেও তার বাবা ও মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ছুরিকাঘাতে গুরুতর আহত ছাত্রীর বাবা কিশোরগঞ্জ আদালতের একজন আইনজীবী। মেয়েটির মা হাসপাতালে এ প্রতিনিধিকে জানান, বেশ কয়েক বছর ধরে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল ইমরান। তিনি নিজে তাকে (ইমরান) বুঝিয়েছেন যেন এসব না করে। কারণ তাঁর মেয়ে ইমরানকে পছন্দ করে না। তাদের মধ্যে

P S C Exam test 2017 Question No-9 ( Make WH question)

Image
                                                  সাজেশন টি দেখতে এই লিঙ্ক এ ক্লিক করুন https://sanarbangla.com/2017/04/05/p-s-c-exam-2017-question-no-9-make-wh-question/

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে টরন্টোয় সমাবেশ

Image
প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীদের একাংশ জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর জঙ্গি হামলা ও হত্যা চেষ্টার প্রতিবাদে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ও বিক্ষোভের মাধ্যমে শেষ হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কানাডা শাখা আহুত প্রতিবাদ সমাবেশ। গত রোববার (৪ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টা থেকেই টরন্টোর বাঙালি পাড়ার ঘরোয়া রেস্টুরেন্ট চত্বর পূর্ণ হয়ে ওঠে ক্ষুব্ধ ও উদ্বিগ্ন মানুষের ভিড়ে। অনেকেই তাঁদের শিশু-কিশোর সন্তানদের নিয়েও সমাবেশে যোগ দেন। সমাবেশে উদীচীর কানাডা শাখার সকল কর্মী-সমর্থক-উপদেষ্টারা ছাড়াও বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও মিডিয়া কর্মী যোগদান করেন। তাঁদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সৌমেন সাহা, কেন্দ্রীয় সংসদের সদস্য আজিজুল মালিক, টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম, থিয়েটার ফোকসের আহ্বায়ক নয়ন হাফিজ, প্রাক্তন ডাকসু সহসাধারণ সম্পাদক নাসির উদ দুজা, পিডিআই-এর যুগ্মআহ্বায়ক বিদ্যুৎ রঞ্জন দে, সমন্বয়ক মাহাবুব আলম, মুক্তিযোদ্ধা মো. মাসুক মিয়া, প্রাক্তন বাকসু ভিপি ফায়েজুল করিম, কবি তুষার গায়েন ও দেলওয়ার এলাহী, টরন্টো আন্

নারীদের নিজের পায়ে দাঁড়াতে হবে : প্রধানমন্ত্রী

Image
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বক্তব্য দেন। ছবি: ফোকাস বাংলা অর্থনৈতিক স্বাধীনতা অর্জন নারীর জন্য অত্যন্ত জরুরি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নারীদের আত্মবিশ্বাস এবং মর্যাদা নিয়ে চলে নিজের পায়ে দাঁড়িয়ে দেশের উন্নয়নে ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে অর্থনৈতিক স্বাধীনতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই মেয়েদের বসে থাকলে চলবে না, নিজেদেরও কাজ করতে হবে, লেখাপড়া শিখতে হবে এবং নিজেদের পায়ে দাঁড়াতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। নারীর অধিকার সম্পর্কে বঙ্গবন্ধুর দর্শন তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নারীর অধিকার নারীর অধিকার নিয়ে যতই স্লোগান দিই, যতই বক্তব্য দিই, অধিকার তো আর হেঁটে আসবে না।’ তিনি বলেন, জাতির পিতা বলতেন, ‘একটা মেয়ে যদি নিজে অর্থ উপার্জন করতে পারে এবং তার হাতে যদি কিছু টাকা থাকে বা আঁচলে যদি কামাই করে ১০

বঙ্গবন্ধু স্টেডিয়ামে পদ্মা সেতু!

Image
নির্মাণাধীন পদ্মা সেতু বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সাহসী প্রতিকৃতি। জাতীয় যে কোনো বড় অনুষ্ঠানে তুলে ধরা হয় এ সেতু নির্মাণের অগ্রগতি। গত জানুয়ারিতে শেরে বাংলা নগরে অনুষ্ঠিত বাণিজ্যমেলার প্রধান ফটক তৈরি করা হয়েছিল জাতির অন্যতম গর্বের পদ্মা সেতুর আদলে। এবার ক্রীড়াঙ্গনেও ফুটিয়ে তোলা হবে উন্নয়নের সেই প্রতিকৃতি। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে প্রথম বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্বের জমকালো উদ্বোধন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন দেশের দ্বিতীয় বৃহত্তম এ গেমসের। উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শোভা পাবে পদ্মা সেতুর অবয়ব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মশালগেট পেছনে রেখে যে বিশাল মঞ্চ তৈরি করা হচ্ছে তারই পাশে দৃশ্যমান হবে সেতুর প্রতিচ্ছবি। যার দৈর্ঘ্য ৩১ ফুট। পদ্মার বুকে ইস্পাতের তৈরি যে মূল কাঠামো দৃশ্যমান হয়েছে তার আদলে তৈরি সেতু দর্শকরা দেখতে পাবেন যুব গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে। পিলারসহ এর উচ্চতা ১১ ফুট। এর মধ্যে ৪ ফুট উঁচু মূল কাঠামো। মঞ্চের আরেক পাশে থাকবে ৪০ ফুট লম্বা সুদৃশ্য নৌকা। পাল তোলা নৌকাটি এমনভাবে বানানো হয়েছে যার পাশে থাকবে একটি ছোট মঞ্চ। যেখান

মানুষের মায়ের বুক খালি করে সরকারে টিকে থাকা যায় না: এরশাদ

Image
ব্রাহ্মণবাড়িয়া: ‘মানুষ হত্যা, মানুষ গুম ও মানুষের মায়ের বুক খালি করে সরকারে টিকে থাকা যায় না। সরকারে থাকতে হলে মানুষের ভালবাসা প্রয়োজন। তাদের ভালবাসার মাধ্যমেই ক্ষমতায় টিকে থাকা যায়। সরকারের দৃষ্টি এখন মানুষের দিকে নয়। ক্ষমতায় কীভাবে টিকে থাকা যায় সেদিকে সরকারের লক্ষ্য’ বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। তিনি বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালিকচ্চ ঈদগাহ মাঠে জেলা জাতীয় পার্টি আয়োজিত তৃণমূল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধার সভপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, বন ও পরিবেশবিষয়ক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক মাহমুদ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির প্রসিডিয়াম সদস্য সুনিল শুল রায়, সৈয়দ আবুল হোসেন বাবলা, চেয়ারম্যান এরশাদের যুববিষয়ক উপদেষ্টা রেজাউল ইসলাম ভূইয়া, উপদেষ্টা কাজী মামুনুর রশিদ ও নাসিরনগর উপনির্বাচনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী

প্রাথমিক শিক্ষকদের তৃতীয় ধাপের গেজেট প্রকাশ ১১ মার

Image
দীর্ঘ অপেক্ষার পর আগামী রোববার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক জাতীয়করণের তৃতীয় ধাপের গেজেট প্রকাশ হবে। এ ধাপে প্রায় তিন হাজার শিক্ষকের তালিকা রয়েছে। বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। জাতীয়করণের প্রথম ও দ্বিতীয় ধাপে দুই বছর পর এবার তৃতীয় ধাপে বিভিন্ন জেলার ৫৩৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয়করণ হচ্ছে। তালিকাভুক্ত প্রতিটি স্কুলে একজন প্রধান শিক্ষক ও চারজন সহকারী শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছে। সে অনুযায়ী তৃতীয় ধাপে মোট দুই হাজার ৬৬৫ শিক্ষককে জাতীয়করণ করা হচ্ছে। রোববার এসব শিক্ষকের সরকারি গেজেট প্রকাশ করা হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এছাড়া প্রধান শিক্ষকের পদ সৃজন করা হয়েছে। নিয়ম অনুযায়ী, বাংলাদেশে কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশে ৪০ শতাংশ এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে ৬০ প্রাধন শিক্ষক নিয়োগ দেয়া হবে। গত বছরের ২৯ এপ্রিল তালিকাভুক্ত শিক্ষকদের খসড়া গেজেট প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর ওপর ভিত্তি করে গেজেট চূড়ান্ত করা হয়েছে। তবে খসড়া গেজেটে অনেকের নাম বাদ দিয়ে নতুন করে নাম যোগ করা হয়েছে বলে একাধিক শিক্ষকের অভিযোগ। এ বিষয়ে প্রাথমিক

ছাত্রকে পিটিয়ে জখম, শিক্ষক বরখাস্ত

Image
শাহিন আলম নভেল (৯) নামে এক ছাত্রকে পিটিয়ে গুরুতর জখম করেছেন এক মাদ্রাসা শিক্ষক। পড়ালেখায় অমনোযোগী হওয়ার অভিযোগে ওই শিক্ষক মো. ফয়সাল নামের ছাত্রটিকে এলোপাতাড়ি পেটান। বুধবার (৭ মার্চ) দুপুরে সদরের চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পাটোয়ারীসহ শিশুটির অভিভাবকরা ঘটনার বিচার চান। এ সময় তারা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামানের কাছে অভিযোগ করেন। পরে ইউএনও দুই পক্ষকে তার কার্যালয়ে ডেকে নেন। অভিযুক্ত শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করে ক্ষমা চান। এতে নির্যাতিত শিশুটির বাবা হাজী লিটন বিচারের দাবিতে অটল থাকায় ইউএনও তাদের আইনি পদক্ষেপের নেয়ার পরামর্শ দেন। মাদ্রাসা ছাত্র শাহিন আলম নভেল সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের প্রবাসী হাজী লিটনের ছেলে। সে পৌরসভার উত্তর তেমুহনী এলাকার আল মুঈন ইসলামি একাডেমির ৩য় শ্রেণির ছাত্র। অভিযুক্ত শিক্ষক ফয়সাল সমসেরাবাদ গ্রামের আমিনুর রহমানের ছেলে। মঙ্গলবার (৬ মার্চ) আল মুঈন ইসলামি একাডেমিতে ওই ছাত্রকে এলোপাতাড়ি পেটানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির পরিবার তাৎক্ষণিক সদর ম

আজকের এই দিনে : ০৭ মার্চ ২০১৮

Image
ঐতিহাসিক ৭ই মার্চ আজ ১৮৬১ খ্রিস্টাব্দের এই দিনে ঢাকা শহরের প্রথম সাপ্তাহিক ‘ঢাকা প্রকাশ’-এর আত্মপ্রকাশ। ১৯২৩ খ্রিস্টাব্দের এই দিনে তৃতীয় পেশোয়ার ষড়যন্ত্র মামলা শুরু হয়। ১৯৭১ খ্রিস্টাব্দের এই দিনে রমনার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে মুক্তি সংগ্রামের আহ্বান জানিয়ে ঐতিহাসিক ভাষণ দেন। ১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে শিশুসাহিত্যিক বিমল ঘোষের (মৌমাছি) মৃত্যু। ১৯৯৯ খ্রিস্টাব্দের এই দিনে যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে দুই শতাধিক ব্যক্তি হতাহত হন। ১৮৩৫ খ্রিস্টাব্দের ব্রিটিশ রাজ ভারতে সরকারি অফিসে ফরাসি ভাষা বিলোপ করে ইংরেজি ভাষা প্রচলন করে। ১৮৬১ খ্রিস্টাব্দের ঢাকা শহরের প্রথম সাপ্তাহিক ‘ঢাকা প্রকাশ’-এর আত্মপ্রকাশ। ১৮৭৬ খ্রিস্টাব্দের আলেকজান্ডার গ্রাহামবেল তাঁর তৈরি টেলিফোন পেটেন্ট করেন। ১৯১৭ খ্রিস্টাব্দের জ্যাজ রেকর্ড প্রথম বাজারে বিক্রি শুরু হয়। ১৯৭১ খ্রিস্টাব্দের রমনার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে বাংলাদেশে মুক্তি সংগ্রামের আহ্বান জানা

ছাত্রকে পেটানোর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

Image
মাদরাসাছাত্রকে বেতপেটার অভিযোগে গতকাল মঙ্গলবার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত মাওলানা হাফেজ বেলাল হোসেন জামেয়াতুল ইলিয়াস আল ইসলামিয়া মাদরাসার শিক্ষক। জানা যায়, হেফজ-নজরানা ক্লাসের ছাত্র ইব্রাহিম (১১) গত সোমবার দুপুরে শিক্ষকের অনুমতি না নিয়ে বাসায় যায়। সন্ধ্যায় মাদরাসায় ফেরার পর শিক্ষক জোবায়ের তাকে ডেকে নিয়ে বেশ কিছুক্ষণ বকাঝকা করেন। রাতে আবার ডেকে নিয়ে মোটা বেত দিয়ে এলোপাতাড়ি পেটানো শুরু করেন। আহতাবস্থায় ইব্রাহিম মাটিতে লুটিয়ে পড়ে। সকালে অন্য ছাত্ররা ইব্রাহিমের বাসায় খবর দিলে তার বাবা খোরশেদ আলম মাদরাসায় যান। পরে টঙ্গী আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান ছেলেকে। এ ব্যাপারে টঙ্গী মডেল থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে। এ ব্যাপারে অধ্যক্ষ মাওলানা হাফেজ বেলাল হোসেন বলেন, ‘আইন অনুসারে (শিক্ষার্থীদের) শাস্তি দেওয়া নিষিদ্ধ।’ তবে অভিযুক্ত শিক্ষক জোবায়ের বলেন, শাসনের জন্য বেত আছে; কিন্তু তা ব্যবহার করা হয় না। হঠাৎ উত্তেজিত হয়ে আমি বেত ব্যবহার করে ফেলেছি।’

গুলির ভয়ে বিদ্যালয়ে রণসজ্জা

Image
শিক্ষক লিন্ডা ব্র্যাগের হাতের এই ছোট হোয়াইট বোর্ডটি আর পাঁচটি বোর্ডের মতো নয়। বন্দুকের গুলি ঠেকিয়ে দিতে পারে এটি। ছবি: এএফপি স্কুলশিক্ষক লিন্ডা ব্র্যাগ। শ্রেণিকক্ষের ছোট সাদা রঙের বোর্ডটিতে দিনের উক্তি লিখলেন। বোর্ডটি যে তাঁকে প্রতিদিন শুধু লেখালেখির কাজেই সহায়তা করছে তা-ই নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুলে যেভাবে আচমকা গুলিবর্ষণ, আর তাতে প্রাণহানি ঘটছে, সে রকম আশঙ্কার ক্ষেত্রে তাঁর আত্মরক্ষার জুতসই ঢালও হয়ে উঠতে পারে এটি।  লিন্ডার শ্রেণিকক্ষের এই হোয়াইট বোর্ড বিশেষ পলিথিন ফাইবারে তৈরি। ওজন মাত্র তিন পাউন্ড (দেড় কিলোগ্রাম)। এটি বুলেটপ্রুফ। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ঐতিহাসিক বার্লিনে ওরচেস্টার প্রিপারেটরি স্কুলের শ্রেণিকক্ষগুলোতে ২০১৩ সাল থেকেই শোভা পাচ্ছে এসব বোর্ড।  যুক্তরাষ্ট্রের সবচেয়ে শান্ত-নিবিড় ছোট শহরের পরিচিতি পাওয়া বার্লিনে ৫ হাজার লোকের বসবাস। এর অবস্থান আটলান্টিকের কিছু জনপ্রিয় সৈকত থেকে মাত্র কয়েক মাইল দূরে। এ শহরের প্রিপারেটরি স্কুলের যে হোয়াইট বোর্ডের কথা বলা হলো তা প্রায় ২০ / ১৮ ইঞ্চির। দেখলে মনে হবে, এ তো বিশ্বজুড়েই শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক শ্রেণিকক্ষে দেখা যায়। কিন্তু

নদী রক্ষায় সামাজিক উদ্যোগ জরুরি

Image
বছরের অনেকটা সময় তিস্তা নদীতে পানি থাকে না (প্রথম আলোর ফাইল ছবি) ৬ থেকে ৮ ফেব্রুয়ারি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তিন দিনব্যাপী নদীবিষয়ক সম্মিলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ‘রিভারাইন পিপল’-এর পক্ষে আমি প্রতিনিধিত্ব করতে গিয়েছিলাম। ভারত, নেপাল, চীন, বাংলাদেশ ও ভুটানের নদী কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা সম্মিলনে উপস্থিত ছিলেন। সরকারি পর্যায়ে নদী রক্ষায় কোনো উল্লেখযোগ্য অগ্রগতি না থাকায় আইইউসিএনের (ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার) উদ্যোগে এই আয়োজন করা হয়েছিল। সম্মিলনে উপস্থিত সবাই নদী রক্ষায় সুশীল সমাজের (সিভিল সোসাইটি অর্গানাইজেশন, সংক্ষেপে সিএসও) ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেছেন।  নদী রক্ষায় সরকারকেই ভূমিকা রাখতে হবে এবং এর কোনো বিকল্প নেই-এমন বক্তব্যই সম্মিলনে উঠে এসেছে। একই সঙ্গে প্রেশার গ্রুপ ও অনুরোধকারী গ্রুপ হিসেবে কাজ করবে সিএসও। আন্তসীমান্ত নদী রক্ষায় একটি বিষয়ে সবাই একমত, আন্তসীমান্ত রাষ্ট্রের অংশগ্রহণে এই নদীগুলোর সমস্যার সমাধান করতে হবে। ভারতে অন্যতম গবেষণাধর্মী প্রতিষ্ঠান আইআইটির (ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি) সিভিল ডিপার্টমেন্টের অধ্যাপক চন্দন মোহন্ত বলছিলেন

বেদম প্রহারে শিক্ষার্থীর মৃত্যু, প্রধান শিক্ষক আটক

কোরআনের আয়াত মুখস্থ বলতে না পারায় শিক্ষকের বেদম প্রহারে আহত কওমী মাদ্রাসার এক শিক্ষার্থীর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মাষ্টারবাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাও গ্রামের মোঃ কয়েস মিয়া ৪বছর আগে তার পুত্র তাওহিদ কে (১১)মাষ্টারবাড়ী এলাকার ওমর ফারুক (রাঃ) হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করান। সেখানে সে আরবী শিক্ষা গ্রহণ করছিল। পিতা-মাতার স্বপ্ন ছিল তাদের পুত্রকে কোরআনের হাফেজ তৈরি করবে। গত ২৭শে ফেব্রুয়ারি ওই মাদ্রাসার শিক্ষক আমিনুল ইসলাম তাকে দেড় পারা কোরআন মুখস্থ পড়তে বললে তাওহিদ কিছু পড়া মুখস্ত বলে আটকে যায়। এ কারণে ওই শিক্ষক তাওহীদকে বেদম প্রহার করে। এতে সে মারাত্মত আহত হলে তার বাড়িতে খবর পাঠানো হয় এবং বলা হয় খেলতে গিয়ে বুকে ও পায়ে আঘাত পেয়েছে তাওহিদ। ছাত্রের পরিবার তাকে মাদ্রাসা থেকে উদ্ধার করে প্রথমে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে মহাখালী বক্ষ

প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করলেন জাফর ইকবাল

Image
ছুরিকাঘাতে আহত জনপ্রিয় লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দেখে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী জাফর ইকবালের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান। চিকিৎসাধীন জাফর ইকবাল হাসিমুখে প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী এ তথ্য জানান। সোমবার (৫ই মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে সিএমএইচে পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি এই জনপ্রিয় লেখকের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার পাশে কিছু সময় কাটান। জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক এবং মেয়ে ইয়েশিম ইকবাল এ সময় উপস্থিত ছিলেন। মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী বলেন, প্রধানমন্ত্রী প্রায় আধা ঘণ্টা চিকিৎসাধীন ড. মুহম্মদ জাফর ইকবালের পাশে অবস্থান করেন। প্রধানমন্ত্রী তার চিকিৎসারও খোঁজ-খবর নেন। তিনি আরও বলেন, ‘চিকিৎসকরা বলেছেন, ড. মুহম্মদ জাফর ইকবাল এখন আগের চেয়ে ভালো আছেন।’ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন,

ইটিভির সালামসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

Image
একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আব্দুস সালামসহ তিনজনের বিরুদ্ধে মুদ্রা পাচার মামলার অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দীর্ঘ তদন্ত শেষে আজ সোমবার দুপুরে কমিশন ওই অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। মামলাটির তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক সামছুল আলম শিগগিরই আদালতে ওই অভিযোগপত্র দাখিল করবেন। দুদক সূত্র জানায়, ২০১৬ সালের ১৩ এপ্রিল সালামসহ তিনজনের বিরুদ্ধে মুদ্রা পাচারের অভিযোগে তেজগাঁও থানায় মামলা করে দুদক। মামলায় আব্দুস সালামকে গ্রেপ্তারও দেখানো হয়। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। মামলার অন্য দুই আসামি হলেন একুশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম ও সাবেক জ্যেষ্ঠ অর্থ ব্যবস্থাপক ফজলুর রহমান শিকদার। তাঁদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অবৈধভাবে একুশে টেলিভিশনের ২৬ লাখ ৭০ হাজার টাকা দিয়ে বিধিবহির্ভূতভাবে ত্রিশ হাজার ইউরো কিনে তা পাচারের অভিযোগে ওই মামলাটি করা হয়।

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে শিক্ষকদের অনশন

Image
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক সমিতির কর্মবিরতি ও অবস্থান। প্রশাসনিক ভবন-২ , দুপুর ১২টা, ৫ মার্চ। ছবি: মানাউবী সিংহ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে দুই ঘণ্টার প্রতীকী অনশন ও কর্মবিরতি চলছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সামনে এ অনশন চলছে । এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদউদ্দন আহমেদ, কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন বিশ্বাস, শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ হাসানুজ্জামান শ্যামল, সমিতির সাবেক সভাপতি কবির হোসেন, আরেক সাবেক সভাপতি সৈয়দ শামসুল আলম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক মো. রাশেদ তালুকদার, ক্যামিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. আখতারুল ইসলামসহ অনেক শিক্ষক উপস্থিত রয়েছেন। শিক্ষকেরা এ ঘটনার নিন্দা জানিয়ে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক উদ্দিন বলেন, প্রথম আলোতে আনসারুল্লাহ বাংলা টিমে এই বিশ্ববিদ্যালয়ের ১১ছাত্রের জড়িত থাকার বিষয়টি নিয়ে প্রতিবেদন হয়েছ।

কোমলমতি শিক্ষার্থীদের ভোগান্তি রৌমারীতে অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ নেই

Image
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৮৪টি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ নেই। ফলে এসব বিদ্যালয়ে শিক্ষার্থীরা নানা ভোগান্তি পোহাচ্ছে।  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১১৪টি। এর মধ্যে ৩০ বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ আছে। বাকি ৮৪টি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ-সংযোগ নেই। বিদ্যুৎ সংযোগ না থাকায় এসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিজিটাল শিক্ষাব্যবস্থার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তবে এসব বিদ্যালয়ে বিদ্যুৎসংযোগ দেওয়ার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে তথ্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অফিস সহকারি আবুল হাসেম বলেন, ২০১৩ সাল থেকে প্রথম ধাপে ৩টি ও দ্বিতীয় ধাপে ৭টিসহ ১০টি মাল্টিমিডিয়া প্রজেক্টর বিদ্যালয়ে সরবরাহ করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি বিদ্যালয়ে এ প্রজেক্টর দেওয়া হবে। যেসব বিদ্যালয়ে বিদ্যুৎ নেই, তারাও এ সুবিধা পাবে।  বালুর গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আলিম বলেন, ২০১৪ সালের ডিসেম্বর মাসে উপজেলা থেকে মাল্টিমিডিয়া প্রজেক্টর পাঠানো হয়। কিন্তু বিদ্

শিক্ষার চেয়ে ভালো বিনিয়োগ আর হতে পারে না : প্রধানমন্ত্রী

Image
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে উন্নত করতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষার। এ দেশের মানুষকে শিক্ষা-দীক্ষা দিয়ে গড়ে তুলতে পারলে এর চেয়ে ভালো বিনিয়োগ আর হতে পারে না। ২০৪১ খ্রিস্টাব্দের মধ্যে আমরা বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চাই। রোববার (৪ঠা মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থার শিক্ষক, বিজ্ঞানী ও গবেষকদের এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের বঙ্গবন্ধু ফেলোশিপ, এনএসটি ও বিশেষ গবেষণা অনুদান ২০১৮ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতিইয়াফেস ওসমান। স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব অনোয়ার হোসেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. রুহুল হক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন,  উন্নত সমৃদ্ধ দেশ গড়তে  গবেষণা প্রয়োজন। নতুন নতুন গবেষণা ও আবিষ্কার না হলে দেশ এগোবে না। তিনি বলেন, আমাদের বিজ্ঞানীদের গবেষণার ফলে আমরা ধান, পাট, শ

পদোন্নতি পাচ্ছেন ১৭০ সহকারী শিক্ষক

Image
শেরপুর জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের (চলতি দায়িত্ব) পদে ১৭০ জ্যেষ্ঠ সহকারী শিক্ষককে পদায়ন করা হবে। ইতোমধ্যে এ তালিকা চূড়ান্ত হয়েছে। আগামী সপ্তাহে এ বিষয়ে আদেশ জারি হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সূত্র জানায়, প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতাধীন শেরপুর জেলার প্রধান শিক্ষকের শূন্য পদের সংখ্যা ও জ্যেষ্ঠ শিক্ষকদের তালিকা চূড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী সপ্তাহে এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের এক সপ্তাহের মধ্যে পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এফ এম মনজুর কাদির বলেন, শেরপুর জেলার তালিকা চূড়ান্ত হয়েছে। এ জেলায় মোট ১৭০ জ্যেষ্ঠ সহকারী শিক্ষক রয়েছেন। পদোন্নতি প্রাপ্তদের প্রধান শিক্ষকের পদ ফাঁকা থাকা স্কুলগুলোতে পদায়ন করা হবে। তিনি বলেন, প্রধান শিক্ষকের শূন্য পদে চলতি দায়িত্বে বসানোর কার্যক্রম চলমান প্রক্রিয়া। ইতোমধ্যে কিশোরগঞ্জ, ফরিদপুর, ভোলা, মেহেরপুর, কুষ্টিয়া, নেত্রকোনা, মেহেরপুর, ঠাকুরগাঁও ও ঢাকা জেলার প্রাথমিক বিদ্যালয়