কোটিপতি হবার স্বপ্ন যাদের, এদিকে আসুন এ ব্লোগটি আপনার জন্য।
সকল বন্ধুদের কে জানাই আমার আন্তরিক সালাম ও ভালবাসা।
আশা করি সকল বন্ধুরা ভালোই আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বেশ ভালই আছি
পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছে যে কোটিপতি হবার স্বপ্ন দেখে না তাই আজ আপনাদের কে
এমনি একটি সার্কিট দেখাব যা দিয়ে আপনি গুপ্তধনের সন্ধান পেয়ে হয়ে যেতে পারেন কোটিপতি
আমাদের চোখের দৃষ্টি মাটির এক ইঞ্চি নিচে কি আছে তা দেখতে পারি না কিন্তু আজ বিজ্ঞানের যুগে
অতি সহজেই যন্ত্রের সাহায্যে মাটির নিচে কি আছে তাহা মাটির উপর থেকে অনুভব করা সম্ভব

যে কোন মেটাল কয়েন অথবা সোনা রুপা অতি সহজে মাটির নিচ থেকে বের করতে পারবেন

আপনি হয়তো জানেন না আপনার আশে পাশে মাটির নিচেই রয়েছে কোথাও মূল্যবান সম্পদ


হয়তো একদিন আপনিও খুজে পেয়ে যেতে পারেন মহা মূল্যবান সম্পদ বদলে যেতে পারে আপনার জীবনের গতি


সোনা দানা মূল্যবান সম্পদ অনেক দেখেছি আসুন দেখি আমাদের যন্ত্রটি তৈরী করতে কি কি প্রয়োজন হবে। আজ দেখাবো খুব ছোট একটি আইসি দিয়ে ডিজাইন করা
এই সার্কিট টি আমি আশা করি সকলেই তৈয়ার করতে পারেন

আজকের সার্কিটের ছোট এই আট পিনের আইসি দিয়ে ডিজাইন করা হয়েছে

এ রকম একটি কয়েল নিজের হাতে তৈয়ার করে নিবেন কয়েলটির সামনে যে কোন মেটাল থাকলেই সার্কিটে লাগানো Buzzer টিতে
এক ধরনের শব্দ বের হবে তখনি আপনি বুঝতে পারবেন এখানে কিছু একটা রয়েছে

Buzzer এর পরিবর্তে ছোট রেডিওর স্পিকার ব্যবহার করতে পারে যদি আপনার কাছে হেডফোন থাকে তাও চলবে

প্লাস্টিক অথবা কাঠ দিয়ে এরকম একটি স্টোনের মত বানাবেন কয়েল একটি মোটা কাগজের উপর বসাবো কসটিপ দিয়ে কাগজের সাথে ভালো করে লাগিয়ে নেবেন।


এখানে সম্পূর্ণ সার্কিট। DC 9v সাপ্লাই দিবেন। নিচে পার্টস এর লিস্ট দেখে নেন

আপনি ইচ্ছা করলে কয়েকটি আপনার ঘরের দরজায় বসাতে পারে সিকিউরিটি হিসেবে কাজ করবে।
কোন অনুষ্ঠানে বসাতে পারে সিকিউরিটি দরজা হিসেবে কাজ করবে।

শরীরে লুকানো কোন মেটাল দিয়ে তৈরি করা অস্র দরজায় লাগানো কোয়েলের কাছে আসার সাথে সাথে সিগনাল দেয়া শুরু করবেন।
আজকের মত এখানেই বিদায় নিলাম
মোঃসেন্টু খান কিশোরগঞ্জ বাংলাদেশ।
Comments
Post a Comment