বেদম প্রহারে শিক্ষার্থীর মৃত্যু, প্রধান শিক্ষক আটক

কোরআনের আয়াত মুখস্থ বলতে না পারায় শিক্ষকের বেদম প্রহারে আহত কওমী মাদ্রাসার এক শিক্ষার্থীর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মাষ্টারবাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাও গ্রামের মোঃ কয়েস মিয়া ৪বছর আগে তার পুত্র তাওহিদ কে (১১)মাষ্টারবাড়ী এলাকার ওমর ফারুক (রাঃ) হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করান। সেখানে সে আরবী শিক্ষা গ্রহণ করছিল। পিতা-মাতার স্বপ্ন ছিল তাদের পুত্রকে কোরআনের হাফেজ তৈরি করবে। গত ২৭শে ফেব্রুয়ারি ওই মাদ্রাসার শিক্ষক আমিনুল ইসলাম তাকে দেড় পারা কোরআন মুখস্থ পড়তে বললে তাওহিদ কিছু পড়া মুখস্ত বলে আটকে যায়। এ কারণে ওই শিক্ষক তাওহীদকে বেদম প্রহার করে। এতে সে মারাত্মত আহত হলে তার বাড়িতে খবর পাঠানো হয় এবং বলা হয় খেলতে গিয়ে বুকে ও পায়ে আঘাত পেয়েছে তাওহিদ। ছাত্রের পরিবার তাকে মাদ্রাসা থেকে উদ্ধার করে প্রথমে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে মহাখালী বক্ষ্যব্যাধি হাসপাতালে নেয়া হয় রোববার (৪ই মার্চ) রাতে। টানা ৫দিন বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর রোববার রাতে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে তাওহিদ মারা যায়।


 এ ঘটনায় ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ মাদ্রাসার প্রধান শিক্ষক এনামুল হক(৩৫)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেভে। তবে অভিযুক্ত শিক্ষক আমিনুল হক ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

Comments

Popular posts from this blog

পদোন্নতি পাচ্ছেন ১৭০ সহকারী শিক্ষক

রোবট সোফিয়ার পেছনে বাংলাদেশ খরচ করছে ১২ কোটি টাকা?