ইটিভির সালামসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন
- Get link
- X
- Other Apps
একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আব্দুস সালামসহ তিনজনের বিরুদ্ধে মুদ্রা পাচার মামলার অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দীর্ঘ তদন্ত শেষে আজ সোমবার দুপুরে কমিশন ওই অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। মামলাটির তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক সামছুল আলম শিগগিরই আদালতে ওই অভিযোগপত্র দাখিল করবেন।
দুদক সূত্র জানায়, ২০১৬ সালের ১৩ এপ্রিল সালামসহ তিনজনের বিরুদ্ধে মুদ্রা পাচারের অভিযোগে তেজগাঁও থানায় মামলা করে দুদক। মামলায় আব্দুস সালামকে গ্রেপ্তারও দেখানো হয়। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
মামলার অন্য দুই আসামি হলেন একুশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম ও সাবেক জ্যেষ্ঠ অর্থ ব্যবস্থাপক ফজলুর রহমান শিকদার। তাঁদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অবৈধভাবে একুশে টেলিভিশনের ২৬ লাখ ৭০ হাজার টাকা দিয়ে বিধিবহির্ভূতভাবে ত্রিশ হাজার ইউরো কিনে তা পাচারের অভিযোগে ওই মামলাটি করা হয়।
- Get link
- X
- Other Apps
Blackjack & Casino - Mapyro
ReplyDeleteBlackjack is one of the most popular 과천 출장마사지 casino games in the Garden State. 경기도 출장샵 This table games is played 안산 출장마사지 in many 오산 출장안마 traditional table games of chance in a safe 거제 출장샵 and