ছাত্রকে পিটিয়ে জখম, শিক্ষক বরখাস্ত



শাহিন আলম নভেল (৯) নামে এক ছাত্রকে পিটিয়ে গুরুতর জখম করেছেন এক মাদ্রাসা শিক্ষক। পড়ালেখায় অমনোযোগী হওয়ার অভিযোগে ওই শিক্ষক মো. ফয়সাল নামের ছাত্রটিকে এলোপাতাড়ি পেটান।

বুধবার (৭ মার্চ) দুপুরে সদরের চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পাটোয়ারীসহ শিশুটির অভিভাবকরা ঘটনার বিচার চান।

এ সময় তারা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামানের কাছে অভিযোগ করেন। পরে ইউএনও দুই পক্ষকে তার কার্যালয়ে ডেকে নেন।

অভিযুক্ত শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করে ক্ষমা চান। এতে নির্যাতিত শিশুটির বাবা হাজী লিটন বিচারের দাবিতে অটল থাকায় ইউএনও তাদের আইনি পদক্ষেপের নেয়ার পরামর্শ দেন।

মাদ্রাসা ছাত্র শাহিন আলম নভেল সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের প্রবাসী হাজী লিটনের ছেলে। সে পৌরসভার উত্তর তেমুহনী এলাকার আল মুঈন ইসলামি একাডেমির ৩য় শ্রেণির ছাত্র। অভিযুক্ত শিক্ষক ফয়সাল সমসেরাবাদ গ্রামের আমিনুর রহমানের ছেলে।



মঙ্গলবার (৬ মার্চ) আল মুঈন ইসলামি একাডেমিতে ওই ছাত্রকে এলোপাতাড়ি পেটানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির পরিবার তাৎক্ষণিক সদর মডেল থানায় অভিযোগ করে রাজনৈতিক প্রভাবের কারণে আইনি কোন সহায়তা না পাওয়ায় তারা ইউএনও’র কাছে অভিযোগ করেন।

আল মুঈন ইসলামি একাডেমির সুপার বশির আহম্মেদ বলেন, অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ঘটনাটি দুঃখজনক। নির্যাতিত শিশুর পরিবারকে আইনি পরামর্শ নিতে বলা হয়েছে।

Comments

Popular posts from this blog

পদোন্নতি পাচ্ছেন ১৭০ সহকারী শিক্ষক

রোবট সোফিয়ার পেছনে বাংলাদেশ খরচ করছে ১২ কোটি টাকা?