সহপাঠীকে বিশ্ববিদ্যালয় ছাত্রের ছুরিকাঘাত

কিশোরগঞ্জে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে (২১) ছুরিকাঘাত করে পালিয়েছে একই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র মো. ইমরান। গতকাল শনিবার দুপুরে শহরের খরমপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ওই ছাত্রী তখন নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রিকশা দিয়ে বাসায় যাচ্ছিলেন। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে কিশোরগঞ্জ জেনারেল হাসাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে। হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়েছে, ওই ছাত্রীর মুখের বাঁ পাশে ও ঘাড়ে ধারালো কিছুর আঘাত রয়েছে। ঘাড়ে ২০টির মতো সেলাই দেওয়া হয়েছে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাইনুল হাসান জানান, আহত মেয়েটির অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। বিবিএর ছাত্র মো. ইমরান শহরের নগুয়া এলাকার বাসিন্দা রতন মিয়ার ছেলে। পুলিশ বলছে, ইমরান পালিয়ে গেলেও তার বাবা ও মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ছুরিকাঘাতে গুরুতর আহত ছাত্রীর বাবা কিশোরগঞ্জ আদালতের একজন আইনজীবী। মেয়েটির মা হাসপাতালে এ প্রতিনিধিকে জানান, বেশ কয়েক বছর ধরে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল ইমরান। তিনি নিজে তাকে (ইমরান) বুঝিয়েছেন যেন এসব না করে। কারণ তাঁর মেয়ে ইমরানকে পছন্দ করে না। তাদের মধ্যে ...